কক্সবাজারের মহেশখালী-চকরিয়া পারাপারের সীমানায় বদরখালী ব্রিজের নিচে সংঘটিত ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জানাযায় গত ৫ জানুয়ারি রাতে মহেশখালী নিজ বাড়িতে আসাতে গাড়ির জন্য অপেক্ষমাণ বড় মহেশখালী ফকিরাঘোনা এলাকার এক তরুণী সংঘবদ্ধ কিছু বখাটে ছেলেদের হাতে গণধর্ষণের শিকার হয়েছে।
সাক্ষাৎকারে ধর্ষণের শিকার তরুণীটি জানিয়েছে ব্রিজের উপর থেকে অস্ত্রের ভয় দেখিয়ে মুখ চেপে ধরে একদল লোক তাকে পাশের প্যারাবনে নিয়ে মোট আটজন পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে পরে অভিযুক্তরা তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
মেয়েটি সেখান থেকে কোনোমতে রাস্তায় পৌঁছে দুই পথচারীকে ঘটনাটি বললে তারা তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তা মিডিয়ায় আসার পর থেকে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ তার প্রতিবাদে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি দিতে থাকে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে কক্সবাজার জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের এক মৎস্য ঘের থেকে তিনজনকে আটক করে পুলিশ। আটকরা হল বদরখালীর মো. আবছার উদ্দিনের ছেলে সজীব, বশির আহমেদের ছেলে ছোটন, জিয়াবুলের ছেলে তাজুল।
তারা সবাই বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানান চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়া। ধর্ষণের শিকার তরুণীর পক্ষ হতে এখনো কোন মামলা হয়নি তিনি এখনো কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
টিএইচ